আস-সিদ্দিক ফাউন্ডেশনের ক্ষুদ্র প্রয়াস….
দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীর হাদিয়া বিতরণ এবং রোজাদারদের নিয়ে ইফতার মাহফীল।
আস-সিদ্দিক ফাউন্ডেশন শাজিরকান্দী মুসাপুর মাগুরা। (একটি পারিবারিক কল্যান সংগঠন)
পরিবারের সদস্যদের যৌথ উদ্যোগে দ্বীনি ও সামাজিক সেবা দানের প্রয়াস চালায়।
মাগুরা জেলা সদর থানার চাউলিয়া ইউনিয়নের অধীন শাজিরকান্দী গ্রামের বাসিন্দা এক মহান বুজুর্গ অসংখ্য মানুষের উস্তাদ (জেনারেল ও ধর্মীয়) জনাব আলহাজ্ব আবু বকর সিদ্দিক (রহ.) এর নামে এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে।
আল্লাহ পাক এই মেহনতকে কবুল করেন এবং সামনে এগিয়ে যেতে সাহায্য করুন।